নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের শেখ রাসেল ক্রীড়া একাডেমী টি-১০ মোটর সাইকেল ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ।
(১৮ জানুয়ারি) বুধবার সকাল ১১ ঘটিকায় ধামগড় ৫ নং ওয়ার্ডের বটতলা খেলার মাঠ প্রঙ্গনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এর উপস্থিত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।শেখ রাসেল ক্রীড়া একাডেমী কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ধামগড় ইউপি’র ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল (ভিপি বাদল), প্রধান আলোচক হিসেবে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম রশিদ, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং পরিচালক শাহজাহান কবির, প্রতিষ্ঠাতা সদস্য ডাঃ এম এ তাহের, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক (আজিজ), ধামগড় ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান কামাল হোসেন, কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম মাহামুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল ভূঁইয়া, বন্দর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী শরীফ হোসেন উপস্থিত ছিলেন।
সঞ্চালনায় ছিলেন, শেখ রাসেল ক্রীড়া একাডেমীর সাধারণ সম্পাদক জুম্মান মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন,২নং ওয়ার্ডের মেম্বার ফয়েজুর রহমান মোল্লা,ধামগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সানোয়ার হোসেন বিপ্লব, স্বেচ্ছাসেবক লীগ নেতা তাওলাদ হোসেন, যুবলীগ নেতা আনিসুর রহমান, রুবেল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ, সুশীল সমাজ এবং ক্রীড়ামোদি শত শত দর্শক উপস্থিত ছিলেন।