নিউজ ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খালের ভিতরে ওহাব(৪৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ধামগড় পুলিশ ফাঁড়ি।
শুক্রবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে বন্দর থানাধীন মদনপুর বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে খালের ভিতর থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তি সোনারগাঁও লালটি এলাকার ছফিল উদ্দিন মিয়ার ছেলে।
ঘটনার সংবাদ পেয়ে ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।