নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে ২০০০ জন শীতার্ত মানুষের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার ২১ জানুয়ারি বিকালে হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজ মাঠে এই শীতের কম্বল বিতরণ করা হয়।
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের দর্পণ শম্ভুপুরা ইউনিয়নের কৃতি সন্তান আলহাজ্ব মোঃ বুজলুর রহমান( সিআইপি)।
শীতার্তদের মাঝে শীতের কম্বল বিতরণী অনুষ্ঠানে হোসেনপুর এস. পি. ইউনিয়ন ডিগ্রি কলেজের সভাপতি মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এফবিসিসিআই সংস্থার পরিচালক আলহাজ্ব মোঃ বুজলুর রহমান( সিআইপি)। বিশেষ অতিথি এফবিসিসিআই সংস্থার পরিচালক শফিকুল ইসলাম ভরসা, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি হারুনুর রশিদ, আব্দুস সাত্তার খান,মনির হোসেন, আক্কাস মাহমুদ, সোসেনপুর এস পি ইউনিয়ন ডিগ্রি কলেজর দাতা সদস্য কবির হোসেন ভূঁইয়া (বাবুল), সাবেক শম্ভুপুরা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মেম্বার নাসির উদ্দীন,আলী আহম্মেদ মেম্বারসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।