সোনারগাঁ পৌরসভা আঃলীগের কর্মী সম্মেলনে হোসাইন ও বাবুর নেতৃত্বে বিশাল মিছিল
নিউজ ডেস্ক :
সোমবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় সোনারগাঁ উপজেলার পৌরসভা আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মী সম্মেলনকে সফল করতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ও সোনারগাঁ পৌরসভার মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন ও সোনারগাঁ পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক ও সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ফয়জুল হাসান বাবুর রহমান নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে নেতা-কর্মীরা সম্মেলনে উপস্থিত হয়েছেন।
উক্ত মিছিলে বারদী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এইচ এম আসাদুজ্জামান, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মোঃ মাহমুদুল হাসান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজারও নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নিয়েছেন।