নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলা আমিন আবাসিক এলাকায় ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট ইন্টারন্যাশনাল হিফয মাদরাসা উদ্যোগে নতুন ছবক ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
২৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় আমিন আবাসিক এলাকায় মাদরাসার হলরুমে ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট ইন্টারন্যাশনাল হিফয মাদরাসা উদ্যোগে নতুন ছবক ও নবীন বরণ এর আয়োজন করা হয়।
অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক এইচ এম হাফেজ পারভেজ হাসানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট ও ইন্টারন্যাশনাল হিফয মাদরাসার সভাপতি ও বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাম্মেল হক, সহ সভাপতি ইব্রাহিম সরদার, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহ্বায়ক মোঃ মাসুম আহমেদ, যুবলীগ নেতা আজিজুল হক আজিজ, মোঃ মাকসুদ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট ও ইন্টারন্যাশনাল হিফয মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা শরীফ হোসাইন, ম্যনেজিং কমিটির সেক্রেটারি মাওলানা হাবিবউল্লাহ মান্নানী, মাওলান হেদায়েতুল্লা, মাওলানা আব্দুল আজিজ, বন্দর আমিন আবাসিক এলাকার যুব সংগঠনের সাধারণ সম্পাদক পারভেজ বাবু প্রমূখ।
অনুষ্ঠান শেষে ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট ইন্টারন্যাশনাল হিফয মাদরাসার পরিবারের পক্ষ থেকে সকল উপস্থিতিদের অন্তরের অন্তস্তল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।