নিউজ ডেস্ক ঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার এইচএসসি ও সমমানের পরিক্ষায় কৃতকার্য সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,সোনারগাঁও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর সভাপতি হাজী বিল্লাল হোসেন বেপারী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন।
শুভেচ্ছা বার্তায় সভাপতি হাজী বিল্লাল হোসেন বেপারী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন তারা জানান ,যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে,তারাই আগামীর বাংলাদেশের হাল ধরবে। একটি আধুনিক বাংলাদেশ বিনির্মানে বর্তমান প্রজন্মকে উচ্চ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে একটি সুখী-সমৃদ্ধশালী দেশ গঠনে অংশীদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন,যারা কৃতকার্য হয়েছে তাদের আগামীর পথচলা আরো সুন্দর ও মসৃন হোক,তারা তাদের কাঙ্খিত লক্ষে এগিয়ে যাবে দৃঢ় প্রত্যয়ী হয়ে এই কামনা করছি।