নিজেস্ব প্রতিবেদক ঃ
বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের ৩ বার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আয়নাল হকের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়নাল হক ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমের জ্যেষ্ঠপুত্র ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আজিজুল হক (আজিজ) এবং মরহুমের কনিষ্ঠ পুত্র ও ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় ১৫ মার্চ বুধবার বাদ যোহর অত্র ইউনিয়নের জাঙ্গাল কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।
এসময় বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এস আই জুয়েল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার হাতেম হোসাইন, যুগ্ম সম্পাদক মনির হোসেন মাস্টার, বন্দর থানা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও বিশ্ব মা’র ভক্ত আমির হোসেন দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ জামাল, বীর মুক্তিযোদ্ধা হাতাব উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আহমেদ তুষার মাঈনউদ্দিন,
ধামগড় ইউপি’র ১নং ওয়ার্ডের মেম্বার বাবুল হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার ফয়েজুর রহমান মোল্লা, ৩নং ওয়ার্ডের মেম্বার আবু সাঈদ, ৬নং ওয়ার্ডের মেম্বার আব্দুস সালাম, ৮নং ওয়ার্ডের মেম্বার আঃ ছোবহান, ধামগড় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক সামসুদ্দোহা, সহ-সভাপতি আজগড় আলী, সহ-সভাপতি সাদেক ভূঁইয়া, দপ্তর সম্পাদক নুরে আলম সিদ্দিক, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল মেম্বার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুসলিম মিয়া, সহ-সভাপতি বাচ্চু মিয়া,
ধামগড় ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গাজী খোকন, ধামগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সানোয়ার হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক রহিম বাদশাহ, ব্যবসায়ী মোক্তার হোসেন ভূঁইয়া, আমান উল্লাহ আমান, তাওলাদ হোসেন, মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুশীল সমাজ ও স্থানীয় এলাকার অসংখ্য বাসিন্দারা উক্ত দোয়া মাহফিলে শরিক হয়েছেন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, প্রয়াত চেয়ারম্যান আয়নাল হক ২০১৬ সালের ১৫ই মার্চ রাজধানী ঢাকার হলি ফ্যামিলি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।