বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে ইসমাইল ‘ র গভীর শ্রদ্ধা জ্ঞাপন
নিউজ ডেস্ক
১৭ই মার্চ ২০২৩। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এ দিবস উপলক্ষ্যে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বন্দর উপজেলা মদনপুর ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ ইসমাইল হোসেন ।
বঙ্গবন্ধু ও বাংলাদেশ দুইটি নাম একি সুতায় গাঁথা। এ মহান নেতার জন্ম না হলে হয়ত আমরা স্বাধীনতার স্বাদ পেতামনা। তিনি ৭ই মার্চ ১৯৭১ সালে রেইসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন মূলত সেটাই ছিল বাঙ্গালীর মুক্তির সনদ ও স্বাধীনতার ঘোষণা। তাই স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক তৈরী করা কোন সুনাগরিকের গুণাবলী হতে পারে না। এই মহান নেতার জন্মদিন উপলক্ষ্যে আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।