নিউজ ডেস্ক ঃপবিত্র ঈদ -উল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলা ধামগড় ইউনিয়ন সর্বস্তরের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন , বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ধামগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ।
পবিত্র মাহে রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা সন্তুষ্টি চিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন। একমাত্র মহান আল্লাহর পাকের সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায়।
তিনি বলেন রমজান হলো রহমত বরকত ও নাজাতের মাস। কেননা পাপী বান্দার গুনাগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্নতার ক্ষেত্রে আত্বশুদ্ধি তৈরী করে। রোজা পাপাচার থেকে বিরত রাখে ও তাকওয়া অর্জনে পূর্নাঙ্গ ভাবে জীবন গড়ার সহযোগিতা করে।
তিনি আরো বলেন, আমি মাহে রমজানে দেশবাসীর জন্য সুখ- শান্তি ও কল্যান কামনা করি। সেই সাথে সবাইকে মাহে রমজান শেষে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিজ শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।