নিউজ ডেস্ক ঃ ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদুল ফিতর উপলক্ষ্যে বন্দর উপজেলা মদনপুর ইউনিয়ন সর্বস্তরের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন, বন্দর উপজেলা মদনপুর ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ ইসমাইল হোসেন।
গণমাধ্যমকে জানান ‘ঈদুল ফিতর দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর মুসলিম উম্মাহর জন্য আসে সুখের বার্তা নিয়ে। তাই সর্বস্তরের সকলকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
হিংসা বিদ্বেষ ও ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্থ্যতার সহিত ঈদ উদযাপন করবে বলে আমি দোয়া কামনা করছি। আমাদের প্রত্যেককে সংযমী হতে হবে এবং গরিব, দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে আদর্শ সমাজ গড়ে তোলার বিষয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মানসিকতা জাগ্রত করতে হবে।
যে ধরণের কাজ করলে সমাজের জন্য ভালো হবে আমাদেরকে সে ধরণের কাজগুলো বেশী বেশী করতে হবে এবং সকল কাজের সমন্বয়ে আমাদেরকে আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে। সবাইকে জানাই ঈদ মোবারক’।