নিউজ ডেস্কঃ- বন্দর উপজেলা ধামগড় ইউনিয়ন কামতাল ডাকসমাজ কবরস্থান নুরানীয়া হাফেজিয়া মাদরাসায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল কবরবাসিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ শে এপ্রিল শনিবার সকল ১০ ঘটিকায় ধামগড় ইউনিয়ন ৪ নং ওয়ার্ডে কামতাল ডাকসমাজ কবরস্থান নুরানীয়া হাফেজিয়া মাদরাসায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল কবরবাসিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, কামতাল ডাকসমাজ কবরস্থান নুরানীয়া হাফেজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ- কুদরত আলী মাষ্টার, নারায়নগঞ্জ জেলা পরিষদের সদস্য ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ধামগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কামতাল ডাকসমাজ কবরস্থান নুরানীয়া হাফেজিয়া মাদরাসার সভাপতি আলহাজ্ব মাসুম আহম্মেদ ।
আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব মাওলানা আব্দুর ছাত্তার এবং এলাকার গন্য মান্য ব্যাক্তিবর্গগন উপস্থিত ছিলেন।
আলহাজ্ব মোঃ কুদরত আলী মাষ্টার একজন মানুষ গড়ার কারিগর ছিলেন। এবং কামতাল মালিভিটা নুরুন আলানূর এছাহাকিয়া হোছাইনিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা।
আল-মাদানি এতিমখানার প্রতিষ্ঠাতা।কামতাল কবরস্থান হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা।
বাৎসরিক ইসলামি মহা সম্মেলনের প্রতিষ্ঠিতা।
বর্তমানেঃ-
নয়াপুর জাবালেনুর হোসাইনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক নয়াপুর বাগানবাড়ি সোনাবান জামে মসজিদ এর সেক্রেটারি,নানাখী দারুস সুন্নাৎ হামিদিয়া আলীম মাদ্রাসার সদস্য কার্যকারি পরিষদ,নানাখী দারুস সুনাৎ এতিমখানার অর্থ সচিব।
এসময়ে কামতাল ডাকসমাজ কবরস্থান নুরানীয়া হাফেজিয়া মাদরাসায় চির নিদ্রায় শাহিত আছেন তাদের সকল কবরবাসিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করানো হয়।