নিজস্ব প্রতিবেদকঃ- নারায়ণগঞ্জ বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নে কামতাল ডাকসমাজ কবরস্থানের বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।
১৫ ই জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় সময় ৪ নং ওয়ার্ডের কামতাল এলাকায়, নারায়ণগঞ্জ জেলাপরিষদের সদস্য বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ধামগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ এর উদ্যোগে, এই বাউন্ডারী ওয়াল নির্মান কাজের উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ রশিদ।
এল জি ইডির অর্থায়নে ১২লক্ষ টাকার বরাদ্দ কৃত টাকায় পুরো কবরস্থানের বাউন্ডারি কাজ করা হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের সদস্য মাসুম আহম্মেদ ।
আরো এসময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সোনা মিয়া, ধামগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার নবীর হোসেন, ধামগড় ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সিরাজুল ইসলাম, ৩নং ওয়ার্ডের মেম্বার আবু সাঈদ ও ধামগড় ২ নং ওয়ার্ডের মেম্বার ফয়েজুর রহমান ফয়েজ মোল্লা, বন্দর উপজেলা ধামগড় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী নজরুল ইসলাম বাদশা সহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার ময়মুরুব্বি গন উপস্থিত ছিলেন।