নিউজ ডেস্ক ঃ
নিজেকে সে মস্ত বড় এডভোকেট পরিচয় দেয় নাম হচ্ছে আবুল হাসান রিগান সে বিভিন্ন সময় সাটুরিয়া মানিকগঞ্জ সাভার ও মিরপুর থেকে বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান এমডির কাছ থেকে ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন ভুক্তভোগী আমিনুল ইসলাম জানান গত রোজার ঈদের আগে তার কাছ থেকে চার লক্ষ টাকা নেয় তাকে ৪ কোটি টাকা আইডিপি ব্যাংক থেকে লোন নিয়ে দেবে পরে পর্যায়ক্রমে আরো আট লক্ষ টাকা, নেয় এ পর্যন্ত সে কোন লোন দিতে না পারায় ভুক্তভোগী আমিরুল ইসলাম তাকে ফোন দিলে হুমকি ধামকি দেয় এবং সে বলে স্বরাষ্ট্রমন্ত্রী তার আত্মীয় জ্যোতি স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সে তার বন্ধু তারা একসাথে বিভিন্ন ধরনের বাজে আড্ডা মারে এবং সাবেক যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ মাহমুদ তার নাম ধরে বলে তাকে করার সময় তার নাই আমাদের প্রতিনিধি তাকে ফোন দিলে সে নিজেকে ঢাকা শহরের ডন বলে পরিচয় দেয় এবং আমাদের প্রতিনিধিকে মৃত্যুর হুমকি দেয় একাধিক মানুষের কাছ থেকে এই প্রতারক ৭০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে উনার কোন ঠিকানা পাওয়া যায়নি নিজেকে ঢাকা আইনজীবী সমিতির নেতা হিসাবে দাবি করে সব জায়গায় এবং সাংবাদিক ফোন দিলে তাদেরকে সে বলে তার পকেটে দুই ,চারটা দশটা সম্পাদক থাকে, আইনজীবী সমিতির কাছে আমাদের প্রতিনিধি ফোন করলে জানা যায় এই নামে কোন অ্যাডভোকেট ঢাকা জজ কোর্টে নাই এবং এই প্রতারক তার জন্মস্থান মানিকগঞ্জ সাটুরিয়ায় সেখানে খোঁজ নিয়ে জানা গেছে তার নামে একাধিক অভিযোগ রয়েছে এবং সে বাড়িতে কখনোই যায় না এবং যাদের কাছ থেকে সে টাকা নিছে তাদের কাছে তার ঠিকানা দিছে মিরপুর ১০ নাম্বার এবং আমাদের প্রতিনিধি জিজ্ঞেস করলে বলে তুই জাহিদ কে জিজ্ঞেস কর আমার নাম বল নাম বললেই হবে আমি কে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে জিজ্ঞেস কর আমি কে এ ধরনের হুমকি ধামকি প্রদান করে এবং সে নিজেকে ঢাকা শহরের মস্ত বড় ডন হিসাবে জাহির করে এবং আজকের আলোকিত সকাল পত্রিকার প্রধান সম্পাদক তাদের জীবনের হুমকি দেয় এবং আমিনুল ইসলাম কে জীবননাশের হুমকি দেয়, এই প্রতারকের থেকে সবাই সাবধান থাকবেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এ ধরনের প্রতারক সমাজে বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাওনাদারদের আবেদন।