1. admin@newsswadeshbangla24.com : admin :
লিজেন্ড ব্যাচ-২০০০ এডমিন দীনার নিজ উদ্যোগে আধা কিলোমিটার রাস্তায় বৃক্ষ রোপণ করলেন - নিউজ স্বদেশ বাংলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ের মাদকাসক্ত পুত্রের ছুরিকাঘাতে পিতা খুন ধামগড়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে রানা ও গোলাম হোসেনের নেতৃত্বে এক বিশাল মিছিল সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বন্দরের ধামগড় ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বন্দরের মদনপুরে মহান বিজয় দিবস উপলক্ষে কাইনলী ভিটা যুবকদের উদ্যোগে ডিগবার ফুটবল খেলা অনুষ্ঠিত। বন্দরের ধামগড়ে জনকল্যাণ সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ভ্যানগাড়ি ও মাদরাসার শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ সোনারগাঁওয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর পক্ষ থেকে বিজয় দিবসে সকল শহিদদের পুষ্পস্তবক অর্পণ সমন্বয়কদের গাড়িতে ছিনতাই ১৪৮ মোবাইলসহ গ্রেপ্তার-৩ বন্দরের জাঙ্গাল যুব সমাজের উদ্যােগে টি-টেন নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বন্দরের ধামগড়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

লিজেন্ড ব্যাচ-২০০০ এডমিন দীনার নিজ উদ্যোগে আধা কিলোমিটার রাস্তায় বৃক্ষ রোপণ করলেন

  • প্রকাশিত সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৯৭ বার পঠিত

লিজেন্ড ব্যাচ-২০০০ এডমিন দীনার নিজ উদ্যোগে আধা কিলোমিটার রাস্তায় বৃক্ষ রোপণ করলেন

মোঃ শাহিন  সাকি ঃ
‘এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।’ কবির সেই চিরায়িত কথাটিই যেন মনে করিয়ে দেয় লিজেন্ড ব্যাচ এসএসসি-২০০০ এইচএসসি- ২০০২এর একদল যুবক-যুবতীদের উদ্যম আর উদ্দীপনা দেখে। ইতিমধ্যে এই যুবক-যুবতীরা মিলে দাঁড় করিয়েছেন একটি সামাজিক সংগঠন ‘লিজেন্ড এসএসসি-২০০০, এইচএসসি-২০০২’।

তাদের এই সামাজিক উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতায় ‘লিজেন্ড এসএসসি-২০০০, এইচএসসি-২০০২’ ফেইসবুক এডমিন দিনা আমিন ও খাদিজা আক্তারের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কাইনলিভিটায় প্রায় আধা কিলোমিটার সেমিপাকা রাস্তার দু’ধারে নিম, বট, পাইকোড়, বহড়া, হরিতিকি বৃক্ষ রোপণ করেন তারা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী এম এ সালাম।

এই সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদের সদস্য আলহাজ্ব গাজী আলীনুর, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, সহ সভাপতি জহিরুল ইসলাম খোকন, মোঃ ফজলুল হক ভূইয়া,  লিজেন্ড ব্যাচ এসএসসি-২০০০ এইচএসসি- ২০০২এর সদস্য গাজী শাহ আলম সাদেক মেম্বার জহির, সুজন,আনিছ,ইকবাল, উজ্জ্বল, কাসেম ভাই, আরিফুর রহমান আরিফ, সাবেক হোসেন মেম্বার সাইফুল ইসলামসহ অন্যান্য সদস্য বৃন্দ।

এ নিয়ে ‘লিজেন্ড ব্যাচ এসএসসি-২০০০ এইচএসসি- ২০০২এর ’ ফেইসবুক গ্রুপ এডমিন দিনা আমিন বলেন, আমি নারায়ণগঞ্জ এর মেয়ে। সব সময় ই নিজেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে এর মাঝে নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসেন।  সে বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সাথে ও জড়িত আছেন যেমন : রোটারি ক্লাব ,লিজেন্ড বাংলাদেশ ,সবুজ আন্দোলন ইত্যাদি। দীনা আমিনে নারীদের সাবলম্বী করা , অসহায় ও দু:স্থদের জীবন উন্নয়নের জন্য বিভিন্ন কাজ , প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন কাজ করে থাকেন এছাড়াও দীনা আমিন ব্যক্তিগত উদ্দ্যোগে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্কর্মকাণ্ড করে থাকেন।  তারই ধারাবাহিকতায় আজকে (এলাকার নাম লিখবেন)  তে আজকে প্রায় ১৫০ বৃক্ষবৃক্ষরোপণ করেন। এর ভেতর ছিলো ফলজ ,বনজ ও ঔষধি গাছ যার মধ্যে নিম গাছ অন্যতম। দীনা আমিনের এই উদ্দ্যোগের কথা জানতে চাইলে উনি বলেন , প্রকৃতির কাছ থেকে আমরা শুধু নিয়েই গেলাম কিছু দিলাম না তা হতে পারে না।  প্রকৃতি কে এই পৃথিবীকে কিছু দেওয়ার উদ্দ্যেশেই আমার এই উদ্দ্যোগ আমি চাই পুরো বাংলাদেশ কে সবুজে সবুজায়ন করতে। তাই যখন ই সুযোগ পাবো বৃক্ষরোপন করবো।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ স্বদেশ বাংলা
Theme Customized By Shakil IT Park