নিউজ ডেস্ক
১৫ আগস্ট স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী। এই দিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন,নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলা মদনপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ ফাহিম প্রধান।
ফাহিম প্রধান গণমাধ্যমকে জানান ‘স্বাধীনতার মূল স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি।
১৫ই আগষ্ট ১৯৭৫ এর কালো রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সমগ্র পরিবারকে হত্যার মাধ্যমে বাংলাদেশে একটি বর্বোরচিত হামলার ইতিহাস সৃষ্টি করা হয়েছিলো। বঙ্গবন্ধুর একটাই অপরাধ ছিল, তা হলো তিনি দেশকে ও দেশের মানুষকে নিজের চেয়েও বেশী ভালবাসতেন। কিন্তু এখনো থেমে নেই সেই ষড়যন্ত্রকারীদের বংশধররা। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। বঙ্গবন্ধুকে হারানোর পর ৪৮ বছর কেটে গেলেও আমরা বঙ্গবন্ধুকে ভুলিনি, তাঁর আদর্শের পথ ছাঁড়িনি, কারণ তিনিই আমাদের আদর্শ ও অনুপ্রেরণা।