নিউজ ডেস্ক ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা বাস্তবায়নে বন্দর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮আগষ্ট) বিকেলে বন্দর থানাধীন চৌধুরীবাড়িস্থ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামীলী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফয়সাল কবির, সাধারণ সম্পাদক আব্দুল আলী,সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান, সহ-সভাপতি ইকবাল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মোঃ পারভেজ হাসান, মহিলা সম্পাদক ইভা সরকার,প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক তায়্যিফ সরদার,কার্যকরী সদস্য মোঃ অনিক হোসেন, আব্দুল কাদির,কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিল্লাল হোসেন, বন্দর ইউনিয়ন মহিলা সম্পাদক নদী আক্তার প্রমূখ।
বক্তারা বলেন,প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্তত তিনটি বনজ, ফলদ ও ভেষজ চারা রোপণের নির্দেশ দেয়া হয়েছে এবং এক ইঞ্চিও যেন খালি জায়গা পড়ে না থাকে। এ নির্দেশনা বাস্তবায়নেই আমাদের এ উদ্যোগ৷ আসলে বেঁচে থাকার তাকিদে,খাদ্য চাহিদা,জলবায়ু পরিবর্তনসহ নানা দিক বিবেচনায় আমাদের বৃক্ষরোপণের বিকল্প নেই। দুনিয়ার সবাই আপানার সাথে প্রতারণা করলেও গাছ আমাদের সাথে তা করে না। গাছের চেয়েও ভালো বন্ধু মানুষের আর নেই। তাই বৃক্ষরোপণের চেয়ে মহৎ কাজ আর কি হতে পারে। চলুন আমরা দেশটা সবুজে সবুজে ভরে তুলি নিজে বাঁচি দেশকেও ভালোবাসি।