নিউজ ডেস্ক ঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫০তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১১ সেপ্টেম্বর সোমবার বিকেলে সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে এ অনুষ্ঠান হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, সাধারণ সম্পাদক বাবু নারায়ণ চন্দ্র সাহা, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন, সাত্তার জুট মিলস মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সরকারি মুড়াপাড়া পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক শাহ আলম, নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজু মিয়া, জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল মোল্লা।
প্রতিযোগিতায় শেখ ফজিলাতুন্নেছা গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট খেলায় ২-০ গোলে তারাবো পৌর মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে নুরুল হক উচ্চ বিদ্যালয় জয় লাভ করে এবং শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ টুর্ণামেন্ট খেলায় ৪-০ গোলে জনতা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় জয় লাভ করে।
পরে অতিথিবৃন্দরা বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মধ্যে পুরস্কার তুলেদেন।