বন্দর উপজেলা হবে একদিন বাংলাদেশের সেরা উপজেলা এম পি সেলিম ওসমান
নিউজ ডেস্ক ঃ নারায়নগঞ্জ জেলা বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে আইন শৃঙ্খলা’র মাসিক সভা অনুষ্ঠিত হয়।
২৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে ভবনে আইন শৃঙ্খলা’র মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদা’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।বন্দর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান বলেন, আমার বিশ্বাস আমাদের বন্দর উপজেলায় প্রচুর পরিমাণে উন্নয়ন কাজ হয়েছে যা অন্য কোন উপজেলায় হয়নি, যেমন জনগণের স্বার্থে রাস্তার-ঘাট, স্কুল-কলেজ, আইন শৃঙ্খলার অনেক বেশি উন্নয়ন হয়েছে, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং হার কমেছে। একদিন বন্দর উপজেলা হবে সেরা উপজেলা, আর তা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য হয়েছে, এটা আমার জন্য হয়নি, আমার ভাইয়ের আমলও ছিল, সে সময় অন্যরকম ছিল। ওটা ধরা যাবেনা। ভবিষ্যতে মাদক থেকে খুব সমাজ কে দূরে রাখতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই, আপনারা দেখুন আমাদের সমরক্ষেত্রে অনেক বড় একটি মাঠ আছে, সেখানে খেলাধুলার আয়োজন করুন। দেখবেন চিরতরে বন্দর থেকে মাদক উঠে যাবে।
উক্ত সভায় এ সময় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, বন্দর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এহসান উদ্দিন আহমেদ, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী এমএ সালাম, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামাল হোসেন, মুছাপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন।
অন্য দের মধ্যে এ সময় আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা, বন্দর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলেরনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।