নিউজ ডেস্কঃ
মহান বিজয় দিবসকে সামনে রেখে “মাদক ছাড়ো খেলা ধরো” এ প্রতিপাদ্য বিষয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের পূর্ব কান্দারগাঁও বালুর মাঠে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রয়াত জাহিদ হাসান বাবু স্মৃতি ডিগবার ফুটবল প্রীতি ম্যাচ।
কান্দারগাঁও একতা সংঘের উদ্যোগে রবিবার বিকেলে আয়োজিত টিভিকাপ ডিগরার ফুটবল প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে বিবেচিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
আব্দুর রহমান সরকারের সভাপতিত্বে কান্দারগাঁও একতা সংঘ বনাম এফসিবি যুবসংঘের মধ্যকার প্রীতি ম্যাচটি নির্ধারিত ৫০ মিনিটে গোলশূন্য ভাবে ড্র হলে টাইব্রেকারে দুই এক গোলে এফসিবি যুবসংঘ জয়লাভ করে।
খেলায় বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও উপজেলা জাতীয়পার্টি নেতা আলমগীর কবির, ব্যবসায়ী তারেক সরকার, কামাল মোল্লা, মনির সরকার,সাংবাদিক ইমরান হোসেন ও আনিসুর রহমান সজিব প্রমুখ।
কান্দারগাঁও একতা সংঘের পক্ষে অধিনায়ক মাজহারুল ইসলাম, এসফিবি যুবসংঘের অধিনায়ক আলম সরকার ও রেফারির দায়িত্ব পালন করেন রাজু আহমেদ জামান।
অত্যান্ত আনন্দঘন পরিবেশে প্রীতি ম্যাচটি সমাপ্ত হলে বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে ৪০ ইঞ্চি একটি স্মার্ট টেলিভিশন তুলে দেয়া হয়। সেই সাথে উভয় দলের প্রত্যেক খেলোয়াড়কে একটি করে মোবাইল ফোন দেওয়া হয়।