নিউজ ডেস্কঃ একুশে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা আন্দোলনে নিয়োজিত সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন, সোনারগাঁও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর সভাপতি বিশিষ্ট সমাজ সেবক হাজী বিল্লাল হোসেন বেপারী।
ভাষা আন্দোলনের ত্যাগের মহিমার কথা উল্লেখ করে তিনি জানান ‘যে সকল ভাষা শহীদ, ভাষা সৈনিক ও বাংলা মায়ের দামাল সন্তানেরা তাদের বুকের তাজা রক্ত বিলীন করে আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। ভাষা শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে আমরা যাতে দেশের প্রতিটি মানুষ সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারি ও সবাই অর্থনৈতিক উন্নয়নে যাতে ভূমিকা রাখতে পারি সেই আশা রাখছি।
আসুন আমরা এক সাথে কাজ করি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করি’।