নিউজ স্বদেশ বাংলা: বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’’ এই শ্লোগানকে সামনে রেখে সোনারগাঁয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দিনব্যাপী সোনারগাঁ উপজেলা প্রশাসনের সার্বিক তত্তাবধানে উপজেলা অডিটোরিয়ামে এ মেলা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা সহকারী (ভূমি) মো:ইব্রাহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এড.সামসুল ইসলাম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম।
এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০টি স্টল বসেছে। এবারের বিজ্ঞান মেলায় স্মার্ট ভিলেজ, আলট্রা মডার্ন বাংলাদেশ, ভূমিকম্পের সতর্কতামূলক যন্ত্রসহ বিভিন্ন ধরনের উদ্ভাবনী স্টলগুলোতে স্থান পেয়েছে। অনুষ্ঠানে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।