নিউজ ডেস্কঃ
শুক্রবার জুমার নামাজের পর মুসল্লী সহ স্থানীয় এলাকার বাসিন্দারা এই মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মালামত পশ্চিমপাড়া জামে মসজিদ ও মাদ্রাসার পাশে বসবাসরত আবু মিয়ার স্ত্রী ময়না বেগম ও তাদের মেয়ে সুমি সহ সুমাইয়া পতিতাবৃত্তি পেশায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।
যার ফলে, প্রতিনিয়ত দূরদূরান্ত থেকে আগত খদ্দেরদের আসা যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের বসবাস করা দুঃষ্কর হয়ে পড়েছে।
অন্যদিকে আবু মিয়ার দুই ছেলে মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় স্থানীয় যুব সমাজ মাদক সেবনে আসক্ত হয়ে পড়ছে।যার ফলে, তরুণ সমাজ ধ্বংসের পথে ঝুঁকে পড়ছে।
তথ্য সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অভিনব কৌশলে টেকনাফের মাদক সিন্ডিকেটের সাথে মরননেশা নামক ইয়াবা ব্যবসা করে আসছে অভিযুক্ত আবু মিয়ার দুই ছেলে সাগর ও শাকিল।
আবু মিয়ার পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবত অসামাজিক কাজে লিপ্ত থাকার প্রতিবাদে এলাকার শত শত মানুষ মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ অভিযুক্ত পরিবারটি দীর্ঘদিন যাবত দেহ ব্যবসার সাথে জড়িত।
এসব অসামাজিক কাজে স্থানীয় এলাকাবাসী বাধা দিলে এবং প্রতিবাদ জানালে তাদেরকে নানাভাবে হয়রানি ও মিথ্যে মামলায় ফাসিয়ে দেওয়ার হুমকি প্রদান করেন।
এ ঘটনায় স্থানীয় শতশত মানুষ ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রেরনের প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঠোফোনে সাংবাদিকদের জানান, অতি দ্রুত পরিবারটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখবো।