নিউজ ডেস্কঃ আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে অত্র উপজেলার মদনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোটবাগ এলাকায় স্থানীয়দের আয়োজনে (২৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বাদ আসর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মাকসুদ হোসেন উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, ‘যারা পূর্বে উপজেলা চেয়ারম্যান ছিলেন তারা এতোদিন কোথায় ছিলেন, তারা জনগণের দায়িত্ব নিয়ে কি উন্নয়ন করেছেন ও আপনাদের সুখে দুঃখে পাশে এসে কেন দাড়ায়নি, এবার আসলে তাদেরকে তা জিজ্ঞেস করুন। আপনারা আমার সম্পর্কে খবর নিয়ে দেখুন, আমার ইউনিয়নবাসীর কল্যাণে আমি ব্যাপক কাজ করেছি এবং তারা আমার প্রতি সন্তুষ্ট। সমগ্র বন্দর উপজেলাবাসীর কল্যাণে কাজ করতে চাই এবং সেবার পরিধি আরো বাড়ানোর জন্য উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছি। বন্দরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সমস্যা রয়েছে সেগুলোর সমাধান করে জনসেবা করতে চাই। আমার সম্পর্কে জেনে দেখুন যদি বিশ্বাস হয় যে আমাকে দিয়ে উন্নয়ন হবে তাহলেই আমাকে ভোট দিন। আমার কার্যক্রম কেমন হবে তা দেখতে পরীক্ষামূলক হলেও একবার আমাকে নির্বাচিত করে দেখতে পারেন। বন্দরের উন্নয়ন করাই আমার একমাত্র উদ্দেশ্য। সকলে আমার পাশে থাকুন ও আমাকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করুন’।
এসময় বীর মুক্তিযোদ্ধা রাহিম উদ্দিনের সভাপতিত্বে ও সমাজসেবক মাহাবুব শিকদারের সঞ্চালনায় নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক ইলিয়াছ মিয়া, মদনপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক আহম্মেদ, সাধারণ সম্পাদক শাহ আলম, সমাজসেবক তমিজ উদ্দিন, মোক্তার হোসেন, কেএস মামুন, নাজু মিয়া, মামুন প্রধান, ফজু মিয়া, আঃ মতিন, মোস্তফা মিয়া, মোশারফ মিয়া উপস্থিত ছিলেন। উক্ত উঠান বৈঠকে স্থানীয় ওলামায়ে কেরামগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও স্থানীয় অসংখ্য নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।