নিউজ ডেস্কঃ বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নে নিজের চাহিদা নিজে বলি,ওয়ার্ড সভায় অংশ গ্রহন করি,এই স্লোগানকে সামনে রেখে,ধামগড় ইউনিয়নের উদ্যোগে ধামগড়ে উন্মুক্ত ওয়ার্ড আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময়
ধামগড় ইউনিয়নের ১ নং ওয়ার্ড কাজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আক্তার হোসেনের বাড়িতে
এ উন্মুক্ত ওয়ার্ড আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধামগড় ইউনিয়ন ১ নং প্যানেল চেয়ারম্যান মো.বাবুল হোসেন এর সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধামগড় ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মো.কামাল হোসেন,তিনি বক্তব্য বলেন,যারা বয়স্ক ভাতা,প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন ভাতা পেতে চান,যারা কৃষিক্ষেত্রে বিভিন্ন সমস্যা মোকাবেলা করেন,কমিউনিটি ক্লিনিকে সেবা পেতে, রাস্তাঘাটের সমস্যা সহ যেখানে যে সমস্যা দেখা দিবে আপনারা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করবেন। আজকের উন্মুক্ত ওয়ার্ড সভায় আপনাদের সমস্যাগুলো নোট করে নিলাম,সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবো। আসুন সবাই নিজেদের দায়িত্বটা কি সেটা বুঝি এবং সঠিকভাবে পালন করি। সবাইকে আমরা ভালো রাখতে চাই, সবাই আমরা ভালো থাকতে চাই, সুন্দর সমাজ গড়তে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে সকলের সম্মিলিত সহায়তা চাই।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বন্দর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সারোয়ারী,কৃষি কর্মকর্তা আকলিমা, কামরুজ্জামান,উপজেলা স্বাস্থ্য কর্মী হোসেন।
উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, ধামগড় ইউনিয়ন ১,২,৩ সংরক্ষিত আসনের মহিলা মেম্বর মোসাম্মৎ শাহিনুর আক্তার।
এসময়ে উপস্থিত ছিলেন,ধামগড় ইউনিয়নের সচিব মো. হাসান,ইউডিসি মো.ইসমাহিল,কমউনিটি ক্লিনিকের এমিলি ফাতেমা, মুক্তা সহ স্থানীয় এলাকার ওলামায়ে কেরামগণ, রাজনীতিবিদ, সুশীল সমাজ সহ বিভিন্ন পর্যায়ের নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।