নিউজ ডেস্কঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোচিত পারভেজ হত্যা মামলার আসামিদের ফাঁসি চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্রায় শতাধিক নারী-পুরুষ।
শনিবার(২ মার্চ) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও এলাকায় বালুর মাঠে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পারভেজ হত্যাকাণ্ডের আগেও এই এলাকায় আরো তিনটি খুনের ঘটনা ঘটেছে। যারা এ ধরণের ঘৃণাত্মক কাজে লিপ্ত তারাই আজ স্ব-শরীরে এলাকায় ঘুরছে এবং নিহতদের স্বজনদের হুমকি দিচ্ছে।এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে খুনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করেন তারা।
উল্লেখ্য, গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় যুবলীগ নেতা জাকির সমর্থক ও আওয়ামী লীগ নেতা জসীম সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পশ্চিম কান্দারগাঁও গ্রামের মোতালেব মিয়ার ছেলে পারভেজ নিহত হন। এর আগে একই এলাকায় কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে গত ১০ বছরে রিপন ,সাধন ও মোহাম্মদ আলীসহ তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
মানববন্ধন শেষে নিহতের পরিবার ও এলাকাবাসী খুনিদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেন।