নিউজ ডেস্কঃ
আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে অত্র উপজেলার ধামগড় ইউনিয়নের ২নং ওয়ার্ডের জাঙ্গাল ঈদগাহে স্থানীয়দের আয়োজনে (৭ মার্চ) বৃহস্পতিবার বাদ আসর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মাকসুদ হোসেন উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, ‘আমি আপনাদের কাছের মানুষ। সমগ্র বন্দরবাসীকে সেবা করতেই উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছি। এবার সুযোগ এসেছে তাই সুযোগ কাজে লাগান ও আমাকে ভোট দিন। ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সকলে আমার পাশে থাকুন। আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন’।
অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার মোস্তফা কামালের সঞ্চালনায় স্থানীয় সমাজসেবক হান্নান মাস্টার, যুবলীগ নেতা মিরহোসেন, আকরাম, গোলাম হোসেন, আক্তার হোসেন, জাকার মোল্লা, আমান মোল্লা, বাদল, আইয়ুব নবী উপস্থিত থেকে বক্তব্য রাখেন। উক্ত উঠান বৈঠকে স্থানীয় ওলামায়ে কেরামগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও স্থানীয় অসংখ্য নারী পুরুষরা উপস্থিত ছিলেন।