নিউজ ডেস্কঃ আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে অত্র উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নিশং এলাকায় স্থানীয়দের আয়োজনে (১৯ মার্চ) মঙ্গলবার বিকেল ৩টায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মাকসুদ হোসেন উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, ‘বন্দরের ৫টি ইউনিয়নবাসীকেই সেবা করতে প্রার্থী হয়েছি। আপনারা ডাকলেই আমাকে পাশে পাবেন। সারাক্ষণ আপনাদের সেবা দিতে প্রস্তুত আছি। নির্বাচিত করলে আপনাদের সকল সমস্যার সমাধানে কাজ করবো। উপজেলা নির্বাচনে আমি প্রার্থী হওয়ায় এই নির্বাচনটা কি তা জানার সুযোগ পাচ্ছেন ও নির্বাচনটা উৎসবমুখর হচ্ছে। এখন বেশ কয়েকজন প্রার্থী আপনাদের কাছে আসতেছে। অতীতে যারা উপজেলা চেয়ারম্যান ছিলেন বা আছেন তারা বিশ্বাসের মর্যাদা রাখেনি। আপনাদের বিশ্বাসের মর্যাদা আমি রাখবো ইনশাআল্লাহ। এখন যেরকম আসতেছি আগামীতেও আসবো। সারাক্ষণ আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমার সম্পর্কে জানুন। আমি কথা দিলে সে কথা রাখি। সকলে আমার পাশে থাকুন ও আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন’।
এসময় স্থানীয় সমাজসেবক হাসান, আবু সাঈদ, শিপন ও আইভী উপস্থিত থেকে বক্তব্য রাখেন। উক্ত উঠান বৈঠকে স্থানীয় ওলামায়ে কেরামগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন