বিগত সময়ে যারা উপজেলা চেয়ারম্যান ছিলেন তারা কোন উন্নয়ন করেনি মাকসুদ হোসেন
নিউজ ডেস্কঃ
সোমবার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী তিন তারা জামে মসজিদের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মাকসুদ হোসেন।
এসময় এক বক্তব্যে তিনি উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, ‘উন্নয়ন করার জন্যই আমি প্রার্থী হয়েছি। বিগত সময়ে যারা উপজেলা চেয়ারম্যান ছিলেন তারা কোন উন্নয়ন করেনি। উপজেলা পরিষদ থেকে কাঙ্খিত উন্নয়ন ও সেবা পাওয়া যায়নি। তারা নির্বাচিত হয়ে জনগণের সাথে আর কোন যোগাযোগ করেনি। কোন ইউনিয়নেই কোন উন্নয়নে ভূমিকা রাখেনি। সমগ্র বন্দর উপজেলায় উন্নয়ন করতেই মাঠে নেমেছি। আমার মুছাপুর ইউনিয়নে সরকারি বরাদ্দের পাশাপাশি আমার ব্যক্তিগত অর্থায়নে মসজিদ, মাদ্রাসা, মন্দির ও রাস্তা নির্মাণ করেছি। এবার সুযোগ এসেছে তাই আমাকে নির্বাচিত করলে আপনাদের সকল সমস্যার সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমাকে বিশ্বাস করতে পারেন। সেবার পরিধি বাড়ানোর জন্যই প্রার্থী হচ্ছি। আমার সম্পর্কে জানুন ও খোঁজ খবর নিন। এরপর ভোটের বিষয়ে বিবেচনা করুন। নির্বাচিত হলে সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নেও উন্নয়ন করবো। তাই আপনারা আমাকে বিজয়ী করুন’।
এসময় অত্র মসজিদ কমিটির সভাপতি আবু হানিফা, স্থানীয় সমাজসেবক মান্নান, নজরুল মাস্টার ও সোহাগ বক্তব্য রাখেন। তাছাড়া এসময় অত্র মসজিদের পরিচালনা কমিটি সহ স্থানীয় সর্বসাধারণ উপস্থিত ছিলেন।