নিউজ ডেস্কঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও ফরেষ্ট চেক পোষ্টে নিয়মিত টহলরত অবস্থায় ৩লাখ টাকা মূল্যের সেগুন কাঠের ফার্নিচার উদ্ধার করেছে ফরেস্ট চেক কর্মকর্তারা।
গত মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পিরোজপুর এলাকা থেকে অবৈধ ফার্নিচারের গাড়িটি আটক করা হয়।
সোনারগাঁও স্টেশনের ডিউটিরত অফিসার আব্দুল মোমিন জানান, ১টি ট্রাকে ত্রিপার দিয়ে বাঁধা অবস্থায় ৫টি বক্সখাট, ২টি সোফা সেট, ২ সেট ডাইনিং টেবিল, ১টি ওয়ালসুকেস নিয়ে ঢাকা-থেকে কুমিল্লা যাওয়ার সময় মালবাহী গাড়িটি আটক করা হয়। এ সময় ফার্নিচার মালামালের তারা কোন বৈধ কাগজপত্র পারেননি। পরে গাড়িসহ অবৈধ মালামাল সোনারগাঁও বন বিভাগ অফিস হেফাজতে রাখা হয়েছে।
এ ব্যাপারে বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।