নিউজ ডেস্ক ঃ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নে শেখ রাসেল ক্রীড়া একাডেমী কেন্দ্রীয় কমিটির সভাপতি,শেখ রাসেল ক্রীড়া চক্র (ক্রিকেট) এর সাধারণ সম্পাদক ও ধামগড় ইউপি’র ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ হাবিবুর রহমানের উদ্যোগে দুঃস্থ,অসহায় ও সুবিধাবঞ্চিত জনসাধারণের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (০৭ এপ্রিল)বিকালে ধামগড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বটতলা এলাকায় মেম্বার মোঃ হাবিবুর রহমানের নিজস্ব ব্যাক্তিগত অর্থায়নে তার নিজ বাড়িতে চার হাজার দুঃস্থ,অসহায় ও সুবিধাবঞ্চিত জনসাধারণের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আয়নাল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল হক আজিজ।
আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ শরীফ হোসেন,ধামগড় ৪ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ আনিসুর রহমান,মো.জাকির হোসেন সহ এলাকার ময়মুরুব্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
।