শাহিন সাকিঃ
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সোনারগাঁ উপজেলার সর্বস্তরের সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন,আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী হায়দার।
শুভেচ্ছা বার্তায় বলেন,পবিত্র মাহে রমজানে কঠোর সিয়াম সাধনার পর সোনারগাঁও উপজেলা সহ দেশ বাসির উপর পবিত্র ঈদ-উল-ফিতর বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি। পবিত্র ঈদ-উল-ফিতরের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সকল নাগরিকের জীবন। উৎসব মুখর পরিবেশে সকলের ঈদ হয়ে উঠুক আনন্দঘন ও সোনারগাঁও উপজেলা মানুষও স্বাচ্ছন্দে ঈদুল ফিতর উদযাপন করবে। ঘরে ঘরে অনাবিল শান্তির আগমনী বার্তা নিয়ে ঈদের খুশি ছড়িকে যাক সবখানে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ স্মার্ট বাংলাদেশের রূপান্তিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।