নিউজ ডেস্ক ঃ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু)কে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি ও তাকে অশালীন ভাষায় গালিগালাজ করায় সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমরের বিরুদ্ধে শুক্রবার বিকেলে সোনারগাঁয়ের তালতলা বাস স্ট্যান্ডে প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে জামপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলু ও আওয়ামী লীগ নেতা এডভোকেট শাহাজাদা ভূঁইয়া সহ অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু) তিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালামকে সমর্থন দিয়েছেন, আর তাই বাবুল ওমরের মাথা নষ্ট হয়ে গেছে। জামপুরের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা বিরু ভাইয়ের নেতৃত্বে নির্বাচন করে কালাম ভাইকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেজন্য প্রশাসনের নিকট জোরালো দাবী জানাচ্ছি। উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর নিয়মিত হুমকি ধমকি দিচ্ছে এবং আমরা তা প্রতিহত করতে সোচ্চার আছি। গত কয়েক দিন আগে পেচাইন এলাকায় একটি উঠান বৈঠকে বাবুল ওমর প্রকাশ্যে ডা: বিরুকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে এবং গালিগালাজ করেছে। আমরা তার বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বাবুল ওমরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য দাবী জানাচ্ছি। আগামী ২১ তারিখে ডা: বিরু ভাইয়ের নেতৃত্বে কালাম ভাইকে বিপুল ভোটে বিজয়ী করে এই গালিগালাজের জবাব দিয়ে দিবো’।
উক্ত কর্মসূচিতে জামপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, আওয়ামী লীগ নেতা এডভোকেট শাহাজাদা ভূঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক লিপন চৌধুরী, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জাকির হোসেন জাকু, সাবেক সাধারণ সম্পাদক মোমেন মিয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক সাগর চৌধুরী, জামপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোখলেছুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা, জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আঃ আলিম, সাংগঠনিক সম্পাদক আওলাদ, সহ-সভাপতি মোবারক সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা এবং স্থানীয় অসংখ্য জনসাধারণ উপস্থিত ছিলেন।