নিউজ ডেস্ক : আগামীকাল (২১ শে মে )অনুষ্ঠিত হতে যাচ্ছে সোনারগাঁ উপজেলা নির্বাচন। উপজেলায় প্রচারনা শেষে ভোটের মাঠ জমে উঠেছে।
সরেজমিনে পুরো উপজেলা ঘুরে দেখা গেছে, নির্বাচনের মাঠে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল ইসলাম মুকুল (মাইক)।
ইতোমধ্যেই দেখা গেছে ,পুরো উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গনসংযোগ, নির্বাচনী পথসভা, মতবিনিময় সভা করেন তিনি। সাধারণ ভোটারদের সাথে মতবিনিময়, পথসভা ও কুশল বিনিময়কালে আজিজুল ইসলাম মুকুল দলমত নির্বিশেষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীআজিজুল ইসলাম মুকুল জানান, আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী হতে পারলে আপনাদের সাথে নিয়ে ও আপনাদের সহযোগিতায় সোনারগাঁ উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট সোনারগাঁ হিসেবে গড়ে তুলবো। তিনি আরও বলেন, আমি আশাবাদী জনগণ আমাকে ব্যাপক ভোট দিয়ে বিজয়ী করবেন-ইনশাআল্লাহ।