নিউজ ডেস্ক ঃ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে শপথ গ্রহণের পর বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মোঃ মাকসুদ হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার অত্র উপজেলা প্রশাসন চত্বরে তার কর্মী সমর্থকরা ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা নিয়ে তাদের প্রিয় মাকসুদ হোসেনকে অভ্যর্থনা জানান এবং উপজেলায় প্রবেশ করেই মাকসুদ হোসেন প্রথমে সেখানে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে এই মহান নেতাকে শ্রদ্ধা জানান।
এদিন সকাল ১১টায় অত্র উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভার প্রারম্ভে বন্দর উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ মাকসুদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উক্ত সভায় বন্দর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আলমগীর হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে বিভিন্ন জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনীতিবিদ, পেশাজীবী ও শুভাকাঙ্খিরা উপস্থিত হয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ মাকসুদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা গেছে।
দায়িত্ব গ্রহণ শেষে মাকসুদ হোসেন উপস্থিতদের উদ্দেশ্য করে বলেন, ‘আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আপনাদের মধ্যে যে আনন্দ দেখতে পাচ্ছি, তাতে আমিও আনন্দিত। হুমকি ধমকি ও নানান প্রতিকূলতা থাকা সত্ত্বেও আপনারা আমার পাশে ছিলেন এবং আমাকে নির্বাচিত করেছেন সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি সমগ্র বন্দর উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ বিজয় আমার একার নয়, এ বিজয় বন্দর উপজেলাবাসীর। আমার এই বিজয় আমি বন্দর উপজেলাবাসীকে উৎসর্গ করলাম’।