1. admin@newsswadeshbangla24.com : admin :
বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাকসুদ হোসেনের দায়িত্ব গ্রহণ - নিউজ স্বদেশ বাংলা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১, আহত ১০ সোনারগাঁওয়ের মাদকাসক্ত পুত্রের ছুরিকাঘাতে পিতা খুন ধামগড়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে রানা ও গোলাম হোসেনের নেতৃত্বে এক বিশাল মিছিল সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বন্দরের ধামগড় ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বন্দরের মদনপুরে মহান বিজয় দিবস উপলক্ষে কাইনলী ভিটা যুবকদের উদ্যোগে ডিগবার ফুটবল খেলা অনুষ্ঠিত। বন্দরের ধামগড়ে জনকল্যাণ সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ভ্যানগাড়ি ও মাদরাসার শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ সোনারগাঁওয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর পক্ষ থেকে বিজয় দিবসে সকল শহিদদের পুষ্পস্তবক অর্পণ সমন্বয়কদের গাড়িতে ছিনতাই ১৪৮ মোবাইলসহ গ্রেপ্তার-৩ বন্দরের জাঙ্গাল যুব সমাজের উদ্যােগে টি-টেন নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাকসুদ হোসেনের দায়িত্ব গ্রহণ

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৪২ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে শপথ গ্রহণের পর বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মোঃ মাকসুদ হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার অত্র উপজেলা প্রশাসন চত্বরে তার কর্মী সমর্থকরা ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা নিয়ে তাদের প্রিয় মাকসুদ হোসেনকে অভ্যর্থনা জানান এবং উপজেলায় প্রবেশ করেই মাকসুদ হোসেন প্রথমে সেখানে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে এই মহান নেতাকে শ্রদ্ধা জানান।

এদিন সকাল ১১টায় অত্র উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভার প্রারম্ভে বন্দর উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ মাকসুদ হোসেনকে ফুল দিয়ে ‍শুভেচ্ছা জানান। উক্ত সভায় বন্দর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আলমগীর হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে বিভিন্ন জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনীতিবিদ, পেশাজীবী ও শুভাকাঙ্খিরা উপস্থিত হয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ মাকসুদ হোসেনকে ফুল দিয়ে ‍শুভেচ্ছা জানাতে দেখা গেছে।

দায়িত্ব গ্রহণ শেষে মাকসুদ হোসেন উপস্থিতদের উদ্দেশ্য করে বলেন, ‘আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আপনাদের মধ্যে যে আনন্দ দেখতে পাচ্ছি, তাতে আমিও আনন্দিত। হুমকি ধমকি ও নানান প্রতিকূলতা থাকা সত্ত্বেও আপনারা আমার পাশে ছিলেন এবং আমাকে নির্বাচিত করেছেন সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি সমগ্র বন্দর উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ বিজয় আমার একার নয়, এ বিজয় বন্দর উপজেলাবাসীর। আমার এই বিজয় আমি বন্দর উপজেলাবাসীকে উৎসর্গ করলাম’।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ স্বদেশ বাংলা
Theme Customized By Shakil IT Park