নিউজ ডেস্কঃ
সোনারগাঁ উপজেলা বিএনপি’র সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘লুটপাটের রাজনীতি করিনা, রাজনীতি করি সম্মান পাবার জন্য। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন আমরা যাতে শান্তি বজায় রাখি। সে মোতাবেক আমরা সবাই মিলেমিশে আছি। সবাই আমরা ভাইভাই মিলেমিশে থাকবো এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলবো। কারোর কোন ক্ষতি করার ইচ্ছে আমাদের নেই। যারা বিশৃঙ্খলা করবে তাদেরকে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দিন। অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবী, এই সন্ত্রাসী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হউক। বন্যার্তদেরকে সাহায্য করার উদ্যোগ আমরা নিয়েছি এবং আপনারাও সাধ্য মোতাবেক সাহায্য করুন’।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও বন্যার্তদের জন্য কাঁচপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শনিবার বিকেলে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান এসব কথা বলেন।
কাঁচপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেলিম হক রুমির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে সোনারগাঁ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বক্তব্য রাখেন।
কাঁচপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোমেন খানের সঞ্চালনায় ও সোনারগাঁ উপজেলা বিএনপি’র সদস্য বি.এম. ডালিমের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, সাবেক সহ-সভাপতি ফজলুর রহমান বাবুল, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু বক্তব্য রাখেন।
তাছাড়া এসময় সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত থেকে উক্ত দোয়া মাহফিলে শরিক হয়েছেন।