নিউজ ডেস্ক ঃ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শাওন নামের(২৪)এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহজমপুর যোগীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শাওন ওই এলাকার আলী আজগরের ছেলে।
নিহত শাওনের ভাই মোতালেব জানান,আজ দুপুরে শিশুদের খেলায় ঝগড়াকে কেন্দ্র করে একই এলাকার ইসরাফিল,রাকিব ও রাব্বির নেতৃত্বে একদল সন্ত্রাসী রামদা,চাপাতি ও ছুরি সহ দেশীয় অস্ত্র নিয়ে শাওনের বাড়ীতে ভাংচুর ও লুটপাট চালায়।এসময় শাওন ও তার পরিবারের লোকেরা বাঁধা দিলে সন্ত্রাসীরা শাওনকে নির্মমভাবে কুপিয়ে আহত করে।এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তালতলা ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান,দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে শাওন নামের যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধিন।খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।