মো.শাহিন ঃ মদনপুর ব্লাড ডোনার সোসাইটি এর উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ,উক্ত খেলায় কিশোরগঞ্জ সি আর সেবেন কে হারিয়ে বাগদোবাড়ীয়া টাইগার্স টিম বিজয়ী হয়েছেন।
খেলাধুলা পরিচালনায় ছিলেন,হানিফ কন্ট্রাকটার,সফিকুল,রিফাত আহম্মেদ।
বন্দর উপজেলা মদনপুর ইউপির ৮ নং ওয়ার্ডের বাগদোবাড়ীয়া নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ৭নভেম্বর বৃহস্পতিবার রাত ৭ ঘটিকার সময় মদনপুর ব্লাড ডোনার সোসাইটি এর উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এসময়ে, হানিফ কন্ট্রাক্টরের দল বাগদোবাড়ীয়া টাইগার্স টিম,কিশোরগঞ্জ সি আর সেবেন কে ০-১ গোলে হারিয়ে বিজয়ী হয়েছেন বাগদোবাড়ীয়া টাইগার্স টিম।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আমানুল্লাহ আমান বক্তব্যে বলেন,আমরা চাই, এ খেলা আরও অনেকদূর এগিয়ে যাক। বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের মধ্যে শুধু ডিগবার খেলায় নয়, ফুটবলে নয়, অন্যান্য খেলাতেও এগিয়ে যাক। সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে।
এসময়ে মদনপুর ইউনিয়নে বিশিষ্ট সমাজ সেবক মো. হানিফ কন্টাকটার বলেছেন,মাদক থেকে তরুণদের রক্ষা করতে বর্তমান সময়ে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের সমাজে বর্তমানে মাদক ভয়াবহ আকার ধারণ করেছে।
তরুণদের উদ্দেশে তিনি বলেন,যখন যুবসমাজ খেলাধুলায় মগ্ন থাকবে,তখন অন্য কাজে মন যাবে না। অলস সময়ে খারাপ কাজে না থেকে যদি খেলাধুলা করো,তাহলে তোমরা সুস্থ থাকবে,সমাজ সুস্থ থাকবে।
উক্ত ডিগবার ফুটবল টুর্নামেন্ট খেলার সময় শত শত ক্রিয়া প্রেমী ও এলাকার ময় মুরুব্বিগণ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।