বিশেষ প্রতিবেদকঃ
সোনারগাঁ উপজেলা বিএনপি’র সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘আগামী ২৮ নভেম্বর সোনারগাঁ স্টেডিয়ামে দুপুর ২টা থেকে সোনারগাঁ উপজেলা বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। যেখানে আমাদের প্রিয় নেতা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন এবং উক্ত জনসভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির বেশ কিছু সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। উক্ত জনসভাকে সফল করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সকলকে উপস্থিত হবার আহবান জানাচ্ছি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাদিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত সমাবেশ একটি মহাসমাবেশে পরিণত হয়েছে, এজন্য সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি’।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাদিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ১১ নভেম্বর সোমবার বিকেলে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুরে ইসলামী সম্মেলনের মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান এসব কথা বলেন।
এসময় সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে সোনারগাঁ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, কাঁচপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেলিম হক রুমি, সাধারণ সম্পাদক মোমেন খান ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আঃ রহমান সরকার বক্তব্য রাখেন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।