নিউজ ডেস্ক ঃ
বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে ২১ আগষ্টের গ্রেনেড হামলা সংক্রান্ত মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ আসর অত্র ইউনিয়নের হালুয়াপাড়া-দশদোনা এলাকায়,ধামগড় ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আরিফ হোসেন, সাবেক সহ-সভাপতি আজিজুল,আলী আজগড় ও আনোয়ারের আয়োজনে অনুষ্ঠিত উক্ত দোয়া ও মাহফিলে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সভাপতি আবুল কাউসার আশা উপস্থিত ছিলেন।
বন্দর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং ধামগড় ইউপি’র ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায়,এসময় ধামগড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আমির হামজা, যুগ্ম সম্পাদক মঞ্জুর হোসেন, সহ সাধারণ সম্পাদক বাহাউদ্দিন, বন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াকুব মুন্সী, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক শাহজাহান মোল্লা (সাজা),
মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাবিল হোসেন, সহ-সভাপতি জাহিদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোহসিন প্রধান, মহানগরের ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ কাইয়ুম, ধামগড় ইউপির ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোস্তফা কামাল,
বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহম্মেদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আল আমিন, মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি খোকন প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য রাজিব মোল্লা বাবু, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা জনি, মদনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী নূরনবী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।