এমপি সেলিম ওসমানের গণসংবর্ধনায় কামাল চেয়ারম্যানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে গণসংবর্ধনায় যোগদান
নিউজ ডেস্ক ঃনারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখায় অত্র আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানকে গণসংবর্ধনা দিয়েছে বিভিন্ন স্তরে নেতাকর্মী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ সকল শ্রেণী পেশার মানুষ।
(২৬ অক্টোবর) বৃহস্পতিবার বিকেল বন্দরের সমরক্ষেত্রের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানকে, সফল করার লক্ষ্যে বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আজিজুল হক আজিজ ও বন্দর উপজেলা ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন ’ র নেতৃত্বে বিশাল শোডাউন নিয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।
আজিজুল হক ও চেয়ারম্যান কামাল হোসেনের নেতৃত্বে বিভিন্ন ব্যানার ফেস্টুনে সজ্জিত হয়ে ধামগড় ইউনিয়ন পরিষদের সকল নেতাকর্মীদের নিয়ে, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ধামগড় ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে, বিশাল শোডাউন এর মাধ্যমে,একটি বিশাল মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হয়েছেন।
এ সময়ে ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।