নিউজ ডেস্কঃ আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে অত্র উপজেলার বন্দর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লম্বাদরদী এলাকায় স্থানীয়দের আয়োজনে (১৯ মার্চ) মঙ্গলবার সকাল ১১টায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মাকসুদ হোসেন উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আমার কাছের মানুষ। আমিও আপনাদের আপনজন। নির্বাচিত হলে অত্র বন্দর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে সাথে নিয়ে অত্র ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ। উপজেলা নির্বাচনে আমি প্রার্থী হওয়ায় এই নির্বাচনটা কি তা জানার সুযোগ পাচ্ছেন ও নির্বাচনটা উৎসবমুখর হচ্ছে। এখন বেশ কয়েকজন প্রার্থী আপনাদের কাছে আসতেছে। অতীতে যারা উপজেলা চেয়ারম্যান ছিলেন বা আছেন তারা কোন উন্নয়ন করেনি, কোন বিপদ আপদে তাদেরকে পাশে পাওয়া যায়নি। আমাকে বিশ্বাস করতে পারেন। সারাক্ষণ আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আপনারা আগেও উপজেলা চেয়ারম্যান দেখেছেন এবার পরীক্ষামূলক হলেও আমাকে নির্বাচিত করে দেখুন। নির্বাচিত হলে সকল সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। আপনাদের সেবায় যাতে কাজ করতে পারি সেজন্য সকলে আমার পাশে থাকুন ও আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন’।
এসময় আরিফা মেম্বারের সভাপতিত্বে ও সমাজসেবক এরশাদের সঞ্চালনায় স্থানীয় সমাজসেবক জাহাঙ্গির মাস্টার, ডাঃ আনোয়ার হোসেন, মাহিউদ্দিন, নূরু মিয়া, নজরুল ইসলাম, সুমন, সুমী আক্তার ও নবীর হোসেন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
উক্ত উঠান বৈঠকে স্থানীয় ওলামায়ে কেরামগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও স্থানীয় অসংখ্য নারী পুরুষরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আরিফা মেম্বারের নেতৃত্বে কয়েক শত নারীরা উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।