নিউজ ডেস্কঃ
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের শূন্য পদে উপ নির্বাচনে ৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মোট ৬ জন প্রার্থী বন্দর উপজেলা নির্বাচন অফিসার রিয়াজ আহমেদ’র কার্যালয়ে তাদের মনোনয়পত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিল করেন, বন্দর উপজেলা চেয়ারম্যান ও সাবেক মুছাপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন’র সহধর্মিনী মোসা. নার্গিস আক্তার ও তার ছেলে মাহমুদুল হাসান, ছাত্রলীগ নেতা হানিফ কবির, আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন, ব্যবসায়ী আলী হোসেন ও মাসুদ রানা।
রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন বাছাই হবে ৫ জুলাই (শুক্রবার), মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা হবে ৬ ও ৮ জুলাই (শনিবার-সোমবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই (বুধবার)। আর ১১ জুলাই প্রতীক বরাদ্দ হবে এবং ২৭ জুলাই সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।
উল্লেখ; আলহাজ্ব মো. মাকসুদ হোসেন বন্দর উপজেলা পরিষদ নির্বাচন করার জন্য তিনি এ আসন থেকে পদত্যাগ করায় এ আসন টি শুন্য হয়।