নিউজ ডেস্ক ঃ
নারায়ণগঞ্জের শিল্পপতি জসিম উদ্দিন মাসুম প্রেমিকার হাতে নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার হয়েছেন। প্রেমিকা রুমা আক্তার তার শেওড়াপাড়াস্থ ভাড়া বাসায় শিল্পপতি মাসুমকে দুধের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করার পরে হত্যা করে মরদেহ ৭ টুকরো করে। এরপরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলে লেকের পাড় ও আশপাশের এলাকায় পলিথিন ব্যাগে মুড়িয়ে ৭ খন্ড লাশ ফেলে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, শিল্পপতি মাসুম হত্যাকান্ডে ব্যবহৃত চাপাতি, হেসকো ব্লেড, নিহতের পরনের পোশাক উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রুমা ময়মনসিংহের গৌরিপুর থানার তাতরাকান্দা এলাকার নজর আলীর মেয়ে।
এর আগে বুধবার রূপগঞ্জে পূর্বাচলে লেকের পাড় থেকে পলিথিন ব্যাগে মোড়ানো জসিম উদ্দিন মাসুমের ৭ খন্ড লাশ উদ্ধার করে পুলিশ। মাসুম নারায়ণগঞ্জের ফতুল্লা সস্তাপুরের চাঁদ ডায়িং ফ্যাক্টিরীর মালিক। তিনি রাজধানীর বসন্ধুরা আবাসিক এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। নিহতের ভাই দাইমউদ্দিন জানান, গত ১০ নভেম্বর বিকেলে গুলশান থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ১২ নভেম্বর গুলশান থানায় একটি জিডি করেছেন নিখোঁজের পুত্র ওবায়দুল ইসলাম শিবু।